বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে পরিকাঠামো উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে : বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট।। বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন অফিসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে পরিকাঠামো উন্নয়নের উপরও অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ রাণীরবাজারের ধান চৌমুহনিতে রাণীরবাজার ইলেকট্রিক ডিভিশন অফিসের উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী জানান, আগে জিরানীয়া ডিভিশন অফিসের অধীনে ৭টি সাবডিভিশন ছিল। এখন এই ৭টি সাবডিভিশন থেকে খয়েরপুর, রাণীরবাজার ও বোধজংনগর সাবডিভিশনকে নিয়ে রাণীরবাজারে ইলেকট্রিক ডিভিশনের অফিস চালু করা হলো।

অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই বিদ্যুৎ দপ্তরকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, রাজ্যে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়েছে। প্রথমে আগরতলা পুরনিগম এলাকায় এই কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে রাজ্যের প্রতিটি পুরপরিষদ ও নগর পঞ্চায়েতেও এই কাজ শুরু হবে। ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন সম্প্রসারিত হলে ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ সহজে বিঘ্ন হবে না। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে নতুন নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলছে। প্রান্তিক জনপদগুলিতে গরীব অংশের মানুষকে বিনামূল্যে সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাণীরবাজারে ইলেকট্রিক ডিভিশন অফিসের উদ্বোধনের ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি দেবাশিস সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ডিরেক্টর ফিনান্স এস এস ডোগরা। অনুষ্ঠান শেষে অতিথিগণ রাণীরবাজার ইলেকট্রিক ডিভিশন অফিসের ফলক উন্মোচন করেন এবং অফিসটি পরিদর্শন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *