মেকআপ তোলার সময়ে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন ? উত্তর জানতে পড়ুন এই প্রতিবেদন

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। কর্মব্যস্ততার এই সময়ে প্রায় প্রতিদিনই অফিস কিংবা স্কুল-কলেজ বা যেকোনো কাজে, বের হতে হয়ই। আর বাইরে বের হলে প্রত্যেক নারী চায় নিজেকে সবার সামনে সুন্দর করে উপস্থাপন করতে। তাইতো হালকা কিংবা ভারী, প্রতিদিন একটু সাজগোজ হয়ই।

তবে কাজ থেকে ঘরে ফিরে মেকআপ তুলতে ভুলে যান অনেকে। আবার সারাদিনের কর্মব্যস্ততায় আলসেমি করে অনেকে মেকআপ তুলেন না। কিন্তু এই ছোট্ট ভুলই ত্বকের বিপদ ডেকে আনে।

অনেকে আবার চটজলদি মেকআপ তুলতে গিয়ে ত্বকের ক্ষতি করে বসেন। আর এই সব ভুলের হাত ধরেই ত্বকের শুষ্কতা, ব্রণের মতো একাধিক সমস্যা দেখা দেয়। অকালে বলিরেখাও দেখা দিতে পারে।

মেকআপ তোলার সময়ে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন

১) সারা দিনের ধুলোবালি, বহু আগে মাখা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন তুলতে ক্লিনজার ব্যবহার করুন। তবে ক্লিনজারের পর ভাল করে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মেকআপ তোলার সময়ে গরম জল ব্যবহার করবেন না। ভাল ভাবে মেকআপ তোলার জন্য গরম জলের ভাপ নিতে পারেন মিনিট খানেকের জন্য। এতে ত্বকের রন্ধ্রগুলি আলগা হয়ে যাবে এবং মেক আপ খুব সহজে উঠে আসবে।

২) চোখের মেকআপ তোলায় বাড়তি যত্ন প্রয়োজন। এর জন্য বিশেষ মেক আপ রিমুভার পাওয়া যায়। তা কাছে না থাকলে ব্যবহার করতে পারেন বেবি অয়েল বা নারকেল তেল। তুলোয় কিছুটা তেল নিয়ে আস্তে আস্তে আইলাইনার তুলে ফেলুন। মাসকারা তুলতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি বা তেল।

৩) মেকআপ তোলার সময়ে খুব কোমল হাতে কাজ করতে হবে। খুব বেশি ঘষাঘষি করলেও কিন্তু ত্বকের বারোটা বাজে। মেকআপ তুলে ফেলার পর একটি শুকনো কাপড় দিয়ে মুখে থাকা অতিরিক্ত তেল ভাব মুছে ফেলুন। তারপর জল ও ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে নিন।

৪) বাজারে মেকআপ তোলার একাধিক মিশ্রণ পাওয়া যায়। তবে সবার ত্বকের জন্য সব ধরনের মিশ্রণ উপযুক্ত নয়। অনেকের মুখেই র‌্যাশ বেরিয়ে যায়। সে ক্ষেত্রে ভাল নারকেল তেল বা অলিভ অয়েলের উপরেই ভরসা রাখা উচিত।

৫) মেকআপ তোলার পর ত্বক অনেক সময়ে শুষ্ক হয়ে যায়, তাই মেকআপ তোলার পর সারা মুখে ভাল করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে ত্বক কোমল ও উজ্জল থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *