নতুন জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থাকে সহজতর করা হয়েছে, জানালেন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। জাতীয় শিক্ষানীতি ২০২০ শুধুমাত্র একটি পুঁথিগত শিক্ষা ব্যবস্থা নয়। নতুন জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার্থীরা দক্ষতা ভিত্তিক গঠনমূলক শিক্ষা নিতে পারবে। তাছাড়াও নতুন জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থাকে সহজতর করা হয়েছে।

আজ কুঞ্জবনস্থিত কেন্দ্ৰীয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপঙ্কর রায় নতুন জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। কেন্দ্রীয় বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুসারে গত ৩ বছরে এই বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় যে সাফল্য এসেছে তা তুলে ধরেন।

তিনি জানান, জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুসারে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদেরই শুধু নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হয়। বছরের বাকি সময়গুলিতে ছাত্রছাত্রীদের বিভিন্ন গঠনমূলক শিক্ষা দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে অনেক নমনীয় করা হয়েছে। দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে গতানুগতিক পাঠক্রমের সাথে পাঠ্যক্রম বহির্ভূত শিক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ আরও জানান, ছাত্রছাত্রীদের উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজ, মৃৎশিল্প, কাঠশিল্প ও বৈদ্যুতিক কাজের ক্লাস নেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির উপরেও ক্লাসগুলিতে গুরুত্ব দেওয়া হয়।

তিনি জানান, সামগ্রিকভাবে এই নতুন জাতীয় শিক্ষানীতি হচ্ছে দেশের মানবসম্পদ উন্নয়নে এক পদক্ষেপ। এই শিক্ষানীতি দেশের সুপ্রাচীন ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে। সারা দেশের সাথে রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও নতুন জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুসারে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে। এর ফলস্বরূপ ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের কারিগরী দক্ষতার সাফল্যের নিদর্শন পাওয়া যাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে আগরতলা এনআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সন্দীপ কুমার, আগরতলা ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সুনীল মাশি নতুন জাতীয় শিক্ষানীতির কার্যক্রম কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে কিভাবে রূপায়িত হচ্ছে তা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা জিসি, সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ধনঞ্জয় দত্ত এবং তেলিয়ামুড়া বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ বীরেন্দ্র কুমার গৌতম। আগরতলা ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সুনীল মাশি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কার্যক্রম তুলে ধরেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *