স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ জুলাই।। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকা সমূহে। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় বালুছড়া এলাকার রজনী নমঃ দাসের ছেলে অরুণ নমঃ দাস প্রতিনিয়তই মদমত্ত অবস্থায় থাকতো।
অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় জনৈক চন্দন দাসের বাড়িতে অবৈধভাবে চুলাই বাংলা মদের বিক্রি হয়, আর এখান থেকেই অরুণ নমঃ দাস সহ একাংশ যুবক এবং মধ্যবয়স্করা প্রতিনিয়ত নেশা করে থাকে। বৃহস্পতিবারও যথারীতি প্রচন্ড মদ খেয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সামান্য কোন বিষয় নিয়ে বচসা হয় বলে জানিয়েছে মৃত অরুনের বাবা।
এরপর রাত পৌনে বারোটা নাগাদ স্থানীয় রেল পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় যে মাইগঙ্গা এলাকায় এক ব্যাক্তি কোন ভাবে রেললাইনের নিচে কাটা পড়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং পরবর্তী সময় বিষয়টা পরিষ্কার হয় যে এই মৃতদেহ অরুন নমঃ দাসের।
এভাবে যুবকের রেল লাইনের নিচে কাটা পড়ে মৃত্যু হওয়ার ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল তৈরি হয়েছে এবং সেই সাথে সাথে অবৈধভাবে প্রায় প্রকাশ্যে চোলাই মদ বিক্রি নিয়ে সামগ্রিকভাবে পুলিশি ব্যাবস্থার দিকে আঙ্গুল তুলছে এলাকাবাসী।