বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে স্বাধীনতা সংগ্রামীদের বলিদানকে স্মরণ করা হচ্ছে : ক্রীড়ামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুলাই।। বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে স্বাধীনতা সংগ্রামীদের বলিদানকে স্মরণ করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছরপূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা হয়েছিল। এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা সংগ্রামীদের বলিদানকে স্মরণ করা। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবেই আমাদের রাজ্যে শুরু হয়েছে ‘৭৫ সীমান্ত গ্রাম, ক্রান্তি বীরো কে নাম’ শীর্ষক কর্মসূচি। আজ সকালে ধলাই জেলার জিওলছড়া থেকে আগরতলা পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ এক বাইসাইকেল র‍্যালির পতাকা নেড়ে উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির মধ্যদিয়ে রাজ্যের নতুন প্রজনোর কাছে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অধ্যায়কে তুলে ধরা হবে। বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি। ৭৫ কিলোমিটার দীর্ঘ এই র‍্যালিতে ধলাই, খোয়াই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার ৭৫ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন। র‍্যালিটি জিওলছড়া থেকে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সন্মুখে এসে সমাপ্ত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবর্তী ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল, অতিরিক্ত জেলাশাসক অজিত শুরুদাস ও বিশ্বজিৎ পাল, ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রায় প্রমুখ।

সাইকেল র‍্যালির উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ে তুলতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন পূরণ হতে ৭ দশকেরও বেশি সময় পেরিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে যাচ্ছে।

ক্রীড়ামন্ত্রী বলেন, পরিবর্তন এসেছে আমাদের রাজ্যে। গড়ে উঠছে উন্নত ত্রিপুরা। রাজ্যের সার্বিক বিকাশে দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে উন্নয়নে সামিল করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, রাজ্যে ৭৫টি সীমান্ত গ্রামে আজাদি কা অমৃত মহোৎসবের এক শ্রদ্ধাঞ্জলি হিসেবে ‘৭৫ সীমান্ত গ্রাম, ক্রান্তি ধীরো কে নাম’ কর্মসূচি রূপায়িত হচ্ছে। মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা ও ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল এবং অতিরিক্ত জেলাশাসক অজিত শুরুদাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *