মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস থেকে উদ্ধার হল নেশাদ্রব্য কোকেন

অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস থেকে সন্দেহজনক সাদা রঙের পাউডার উদ্ধার করা হয়। অবশেষে সেই পাউডারকে কোকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং এর যেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি রয়েছে সেখানে পাউডারটি খুঁজে পায় সিক্রেট সার্ভিস এজেন্টরা।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে ‍বুধবার (৫ জুলাই)এ খবর জানিয়েছে আল-জাজিরা। তবে এই কোকেন উদ্ধারের সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ক্যাম্প ডেভিডে অবস্থান করছিলেন তিনি।

এটি খুঁজে পাওয়ার পর দমকল বাহিনী এবং জরুরি কর্মীরা পাউডারটি পরীক্ষা করার জন্য হোয়াইট হাউসে পৌঁছান। তাদের প্রাথমিক পরীক্ষায় জানা যায় যে, পাউডারটি কোকেন ছিল। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব থাকা একটি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে এটি হোয়াইট হাউসে এলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ওয়েস্ট উইং হোয়াইট হাউসের এমন একটি অংশ যা রাষ্ট্রপতির বাসভবন ও নির্বাহী ভবনের সাথে সংযুক্ত। ওভাল অফিস, মন্ত্রিপরিষদ কক্ষ এবং প্রেস রুম, রাষ্ট্রপতির স্টাফ সদস্যদের অফিস রয়েছে এদিকে। এখানে প্রায়ই পরিদর্শন বা কাজে শত শত মানুষ এসে থাকেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *