সংশোধনাগারগুলিতে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ই-প্রিজন ব্যবস্থা চালু করা হয়েছে কারামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুলাই।। রাজ্যের সংশোধনাগারগুলিতে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ই-প্রিজন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় যেকোন নাগরিক বাড়িতে বসেই যেকোন জায়গা থেকে সংশোধনাগারের আবাসিকদের সাথে দেখা করার জন্য আবেদন করতে পারবেন। কারামন্ত্রী সান্ত্বনা চাকমা আজ রাজ্য অতিথিশালার ২নং কনফারেন্স হলে রাজ্যভিত্তিক তিনদিনব্যাপী ই-প্রিজন ওয়েব পোর্টালের উপর রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কারামন্ত্রী আরও বলেন, পরবর্তীতে কারা কর্তৃপক্ষ আবেদনকারীর আবেদনকে যথার্থ নিরীক্ষণের পর ই-প্রিজন পোর্টালের মাধ্যমে অনুমোদন দেবেন। সংশ্লিষ্ট আবেদনকারী যেকোন জায়গা থেকে ঘরে বসেই ই-প্রিজন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সেই নির্দিষ্ট আবাসিকের সাথে অনুমোদিত তারিখ ও সময়ে কথা বলতে পারবেন।

কারামন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে রাজ্যের সংশোধনাগারগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে। এর সাথে পাল্লা দিয়ে তিনি জেলে কর্মরত কর্মচারিবৃন্দকে আরও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা দপ্তরের সচিব তাপস রায়, ইনস্পেক্টর জেনারেল অব প্রিজনস অদিতি মজুমদার ও এনআইসি ত্রিপুরার অধিকর্তা বিমল বিশ্বাস সহ প্রশিক্ষনার্থী ও আধিকারিকগণ।

উল্লেখ্য, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে সারা দেশের সাথে রাজ্যের জেলগুলিতেও ২০১৭-১৮ অর্থবছর থেকে ই-প্রিজন প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের সাথে যুক্ত রাজ্যের সমস্ত জেলগুলির আধিকারিকদেরকে ই-প্রিজন প্রকল্পের আওতায় সংযোজিত নতুন নতুন বৈশিষ্টগুলির সম্পর্কে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *