রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে এখন থেকে পিআরটিসি প্রয়োজন হবে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুলাই।। রাজ্যের সমস্ত ধরণের সরকারি চাকুরির ক্ষেত্রে এখন থেকে পিআরটিসি প্রয়োজন হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সন্ধ্যায় সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, কোন পদের জন্য রাজ্যে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে বহি:রাজ্যের প্রার্থীর চাকুরীর আবেদনের জন্য পিআরটিসি’র ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মন্ত্রিসভার বৈঠকে এবছর খারিফ মরসুমে রাজ্যের কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে মোট ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সবকটি মহকুমার প্রায় ৪০টির উপর ধান ক্রয় কেন্দ্র থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে।

এতে রাজ্য সরকারের প্রায় ৮৫ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে রাজ্যের কৃষকগণ উপকৃত হবেন। তিনি জানান, ২০১৮ সালে বর্তমান সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ৩২৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *