কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে, আহত হয় আরও ১০

অনলাইন ডেস্ক, ১৬ জুন।। কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করে। খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশির ভাগই ছিলেন প্রবীণ।

ম্যানিটোবা প্রদেশের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ১০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, উইনিপেগ থেকে পশ্চিমে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি সেবা কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে। গাড়িতে থাকা বেশির ভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, খবরটি খুবই দুঃখজনক। যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *