প্রাইভেট টিউটরের বাড়ি যাওয়ার পথে আমতলীতে স্কুলছাত্রী অপহরণ করল ধর্ষণ মামলার আসামী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুন।। আবারো এক কিশোরীর অপহরণের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।ঘটনার বিবরনে জানা যায় গত শনিবার বিকালে রাজধানী আগরতলা শহরের বাধারঘাট এলাকার এক যুবতী প্রাইভেট টিউশনে যাওয়ার পথে আমতলী থানার অন্তর্গত চৌমুনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘুষের ছেলে সুমন ঘোষ ওই যুবতী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। জানা গেছে ওই মেয়েটিকে এর আগেও সুমন ঘোষ অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল।

তখন মামলা করা হয়েছিল ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে। বর্তমানে এই অপহরণ এবং ধর্ষণের মামলাটি আগরতলা জেলা ও দায়রা জজের আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। প্রতি মাসে একবার করে হাজিরা দিতে হচ্ছে ঘটনার অভিযুক্ত সুমন ঘোষকে। আবারো এই ধর্ষণ এবং অপহরণের মামলার মূল অভিযুক্ত সুমন ঘোষ ওই যুবতী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। গত রবিবার ওই যুবতী মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সুমন ঘোষ এর বিরুদ্ধে লিখিত আকারে অপরনের মামলা দায়ের করে।

মামলা করার ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও আমতলী থানার পুলিশ এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই যুবতী মেয়েটির মা জানিয়েছেন তাদের মেয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করছিল প্রেম করে কারো সাথে পালিয়ে যাওয়ার মনোভাব ছিল না তার মধ্যে। চৌমুনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘোষের ছেলে সুমন ঘোষ তাদের মেয়েকে বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তারা।

সুমন ঘোষ অপহরন এবং ধর্ষণের মামলা থেকে বাঁচার জন্য চক্রান্তমূলকভাবে ওই যুবতী মেয়েটিকে অপহরণ করেছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের পক্ষ থেকে। বর্তমানে তাদের মেয়ে জীবিত রয়েছে না মারা গেছে তাও জানে না তারা। মেয়েটির মা প্রশাসন এর কাছে দাবি জানিয়েছেন প্রশাসন যেন তাদের মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারী সুমন ঘোষের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ওই যুবতী মেয়েটির মা জানিয়েছেন সুমন ঘোষ নারায়ণ খামার এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *