স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। রাজধানী শহরের চাঞ্চল্যকর বোধি সত্য দাস হত্যা মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো আদালত আগামীকাল অর্থাৎ শনিবার সংশ্লিষ্টদের সাজা ঘোষণা করা হবে। এই মামলায় অভিযুক্ত রাজ্য পুলিশের প্রাক্তন ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস শোয়েব মিয়া ওরফে ওমর শরীফ বাপিবনিক এবং সুমিত চৌধুরী ওরফে বাবাই কে আজ জেলা দায়রা আদালতের তোলা হয়। দীর্ঘ সুনানির পর আদালত অভিযুক্ত সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করে।
উল্লেখ্য যে ২০১৯ সালে ৩ আগস্ট রাতে শহরের জ্যাকসন গেইট এলাকায় নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারা হয় ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বধিসত্ত্ব দাসকে গুরুতর আহত বুদ্ধিশুদ্ধকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং কিছুদিনের মধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বুধিসত্ব দাসের। শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যা মামলায় সংশ্লিষ্টদের দোষি সাব্যস্ত করার বিষয়টি জানান সরকারি স্পেশাল পিপি সম্রাট কর ভৌমিক। এই মামলায় ৫৬ জনের সাক্ষ বাক্য গ্রহণ করা হয়।
শহরে চাঞ্চল্যকর বোধিসত্ত্ব দাস হত্যা মামলার রায়ের দিকে অপেক্ষা করছেন সন্তানহারা অসহায় মা। তিন বছরের মধ্যেই স্বামী এবং সন্তানকে হারিয়ে এখন অনাথ বোধিসত্ত্বের মা রঞ্জনা দাস। ব্যাঙ্ক ম্যানেজার ছেলে বোধিসত্ত্বকে ২০১৯ সালের ৩ আগস্ট রাতে শহরের জেকশন গেটে নৃশংসভাবে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়। ২০১৯ সালেই কলকাতার একটিহাসপাতালে মারা যান ইউকো ব্যাঙ্কের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্ত্ব। এই খুনের ঘটনায় যে চার অভিযুক্তের নাম উঠে আসে তারা প্রত্যেকেই শহরের নামিদামি ও প্রভাবশালী ব্যক্তি।
চার অভিযুক্ত হলো কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী ওরফে বাবাই, কলেজটিলা, এলাকার ঠিকেদার সুমিত বণিক ওরফে বাপী, ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিঞা ওরফে ওমর শরিফ চারজনই শহরের প্রভাবশালী ব্যক্তি।