ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪, গৃহহীন ৩৬ হাজার

অনলাইন ডেস্ক, ২১ মে।। ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। বন্যার ফলে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়েছেন। বন্যা দিন দিন বাড়ছে এবং বাড়িঘর গ্রাস করছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইতালিতে ভয়াবহ বন্যার কারণে ৩০৫টিরও বেশি ভূমিধস হয়েছে এবং এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ৫০০টিরও বেশি সড়ক ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়েছে।

দেশটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী রোমেও। অবিরত বৃষ্টির ফলে টাইবার নদীর পানি বিপৎসীমা স্পর্শ করায় সেখানে পর্যটকদের আনাগোনা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভাসমান খাবারের রেস্তোরাঁও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার লুগোর কাছে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মধ্যে একজন আহত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। বোলোগনার মেয়র মাত্তেও লেপোর বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা ও অবকাঠামো মেরামত করতে মাসখানের সময় লাগবে। এছাড়া কিছু জায়গায় হয়তো বছরের মত সময় লাগবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *