জাতীয় সড়কের পাশের জঙ্গলে পরিচয়হীন পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কুমারঘাটে

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১০মে।। বুধবার সাত সকালেই জাতীয় সড়কের পাশের জঙ্গলে পরিচয়হীন পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুমারঘাটে। ঘটনা কুমারঘাট থানাধীন একানব্বই মাইল পেট্রোল পাম্প সংলগ্ন জঙ্গলে।

ঘটনার বিবরনে প্রকাশ, এদিন সকালে স্থানীয়রা জঙ্গল থেকে দূর্গন্ধ ভেসে আসায় তার উৎস খুঁজতে গিয়ে চাক্ষুস করেন জঙ্গলে দেহ পরে থাকার বিষয়টি। সঙ্গে সঙ্গেই কুমারঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌছায় কুমারঘাট থানার পুলিশ সহ পদস্থ আধিকারিকরা।

মৃতের মুখ সহ গোটা দেহের অবস্থা পচে গিয়ে এমন অবস্থায় পৌছেছে যে চেনার কোন উপায় নেই। খবর চাউর হতেই কৌতুহলী জনতা ভীড় জমান ঘটনাস্থলে। মৃত্যুর কারন নিয়ে ধোয়াশায় পুলিশ। মৃতদেহের পাশ থেকে সিরিঞ্জ সহ ড্রাগসের কৌটো উদ্ধার করেছে পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব্বর্মা জানিয়েছেন নেশার করাল গ্রাসে ডুবেই এই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা। যদিও গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ।
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফটিকরায় হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *