মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরা ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের দ্রুত রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং অন্যান্যদের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা অভিনন্দন জানিয়েছেন। নির্বিঘ্নে ছাত্রছাত্রীরা রাজ্যে ফিরে আসায় মুখ্যমন্ত্রী স্বস্তি প্রকাশ করেছেন।

মনিপুরে উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং দ্রুত বিশেষ বাণিজ্যিক বিমানের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। সার্বিক সহযোগিতা করার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকেও মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান। মণিপুর থেকে আগত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হন এবং মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন।

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে দ্রুত নির্বিঘ্নে রাজ্যে ফিরে আসায় ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।মণিপুর থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসার ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্য পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক দপ্তরের ইনচার্জ ডা. সুপ্রিয় মল্লিক এবং টি এস আর-এর ৫ম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অনন্ত দাসকে মণিপুরে পাঠানো হয়েছিল।

মুখ্যমন্ত্রী তাদেরকেও অভিনন্দন জানান। এখন পর্যন্ত মণিপুরের রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে প্রথম পর্যায়ে ১৭১ জন, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় দফায় ৩৭ জন এবং তৃতীয় দফায় রিমা, অগ্রিকালচার কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও ১৬ জন ছাত্রছাত্রীসহ অন্যান্যরাও রাজ্যে ফিরে এসেছে। মণিপুরে পাঠরত রাজ্যের ২২৪ জন ছাত্রছাত্রীসহ অন্যান্যদেরও রাজ্যে নিয়ে আসা হয়েছে। যদি কেউ স্ব-উদ্যোগে রাজ্যে ফিরে আসেন তাদের ক্ষেত্রেও সরকারের তরফ থেকে বিএমবার্সমেন্টের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *