অনলাইন ডেস্ক, ৭ মে।। সকাল থেকে ঘণ্টা তিনেকের ছাড় দেওয়ার পর মণিপুরের চূড়াচন্দ্রপুরে ফের চালু হল কার্ফু। প্রায় ২৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার ডাক দিয়েছেন।
রবিবার এক টুইটে তিনি লেখেন, উত্তর-পূর্বের ছোট্ট পাহাড়ি রাজ্যে অশান্তির জন্য বিজেপি দায়ী। তাঁর মতে, মাত্র একবছর আগে ক্ষমতায় আসা বিজেপি রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মণিপুরে যেভাবে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাতে এই মুহূর্তে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত।
যে জন্য সরকার নির্বাচিত করা হয়, রাজ্য মানুষের সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে।অন্যদিকে, রবিবার হতে চলা নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন সারা দেশে এই পরীক্ষা হচ্ছে। কিন্তু, পরিস্থিতি থমথমে থাকায় ও কার্ফু চলায় মণিপুরে এই পরীক্ষা আপাতত বন্ধ। পরবর্তী দিন ঘোষণা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অগ্নিগর্ভ মণিপুর থেকে বিভিন্ন রাজ্যের বাসিন্দা ও পড়ুয়াদের উদ্ধারকাজ চলছে জোরকদমে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজে উদ্ধারকাজ তদারকি করছেন। এ পর্যন্ত প্রায় ৮৩ জন ছাত্রকে বিমানে মণিপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে। মিজোরামের আইনমন্ত্রী এদিনই মণিপুরের অশান্ত এলাকাগুলি দেখতে যেতে পারেন। কয়েকশো মিজো মণিপুরে আটকে পড়েছেন। নাগাল্যান্ড সরকার নিজ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারে ২২টি বাসের ব্যবস্থা করেছে। প্রায় ৬০০ নাগা বাসিন্দা এখন সে রাজ্যে রয়েছেন বলে সূত্রে খবর।