কানাডার আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানল, ২৫০০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে

অনলাইন ডেস্ক, ৭ মে।। উত্তর আমেরিকার দেশ কানাডার আলবার্টা প্রদেশে ১০০টির ও বেশি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে করে শহরটি থেকে বসবাসকারী প্রায় ২৫০০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগের কর্মকর্তারা।

শনিবার দেশটির প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
শনিবার আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, পশ্চিম প্রদেশজুড়ে কমপক্ষে ১০৩টি দাবানল জ্বলছে। অতিরিক্ত শুষ্ক ও গরম আবহাওয়া এসব দাবানলকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে বলে জানান তিনি।

আলবার্টা দাবানল তথ্য বিভাগের ম্যানেজার ক্রিস্টি টুকার মতে, ফক্স লেকের কিছু এলাকায় দাবানল গুরুত্বর অবস্থা ধারণ করেছে, সেখান থেকে কিছু বাসিন্দাদের হেলিকপ্টারে করে উদ্ধার করে আনতে হয়েছে।

ফক্স লেকে কয়েক ডজন দমকলকর্মী আগুনের সাথে লড়াই করছে, এলাকাটিতে প্রায় ১১০০০ একর পুড়ে গেছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

৮০০০ জনগণ বসবাসকারী শহর এডসনের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। এছাড়া এডমন্টন থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত অ্যান কাউন্টি এবং ল্যাক স্টে থেকেও বাসিন্দাদের সরানোর নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *