অনলাইন ডেস্ক, ৬ মে।। জমে উঠেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার। হাতে আর মাত্র কিছু দিন বাকি, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি ও কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দল। নির্বাচনী প্রচারের পাশাপাশি রোড শো করছেন বিভিন্ন দলের নেতারা।
এবার বেঙ্গালুরুতে বিরাট রোড শো করলেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরুতে ২৬-কিলোমিটার দীর্ঘ রোড শো করেছেন প্রধানমন্ত্রী। মোদীকে একঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে উপস্থিতি ছিল বিশাল সংখ্যক মানুষের।
সাধারণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহ চোখে পড়েছে। ভিড় উদ্দেশ্যে করে মাঝেমধ্যেই হাত নাড়েন প্রধানমন্ত্রী। “মোদী মোদী” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বেঙ্গালুরুর রাজপথ।