নানা রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে অভিষেক তৃতীয় চার্লসের

অনলাইন ডেস্ক, ৬ মে।। যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে আজ অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। নানা রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে চলছে এ অনুষ্ঠান।কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবের পথে রওনা দিয়েছেন তৃতীয় চার্লস।

৭০ বছর পর ৪০ তম রাজা পেতে চলেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে কোনো রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। অর্থাৎ ৭০ বছর আগে। দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন ও বিশ্ববাসী ইতিহাসের সাক্ষী হচ্ছেন।

ইতিহাসের সাক্ষী হতে ও রাজাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তারা হাত নেড়ে রাজাকে অভিবাদন জানাচ্ছেন।

এই গাড়িতে করেই ২০১৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তৎকালীন যুবরাজ চার্লসকে নিয়ে ওয়েস্টমিনিস্টারে গিয়েছিলেন।

তবে যাওয়ার পথে ডায়মন্ড জুবিলি স্টেট কোচ ব্যবহার করলেও ফেরার পথে রাজা তৃতীয় চার্লস ব্যবহার করবেন অন্য আরেকটি গাড়ি। এটির নাম ‘গোল্ড স্টেট কোচ’। এটি প্রায় ২৬০ বছরের পুরনো একটি রাজকীয় বাহন। গাড়িটিকে টেনে নিতে প্রয়োজন পড়ে আটটি ঘোড়ার।

৪ টন ওজনের এ গাড়িতে ১৯৭০ এর দশকে রাজা তৃতীয় জর্জের জন্য স্যার উইলিয়াম চেম্বার্স ডিজাইন করেছিলেন। তখন থেকেই প্রতিটি রাজ্য অভিষেকে ব্যবহৃত হয়ে আসছে এই কোচ।

বাহনগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন চিত্রকর্ম এবং রাজকীয় বিভিন্ন সামগ্রী দিয়ে। এছাড়াও দুটি রাজকীয় বাহনই বর্তমান সময়ের যেকোনো গাড়ির চেয়ে বেশি উঁচু। যাতে করে রাজ্যাভিষেক অনুষ্ঠানে আসা দর্শকরা ভিড়ের মধ্যেও সহজেই বাহনগুলোকে দেখেতে পারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *