স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের ২১ নম্বর সেক্টরের উদ্যোগে সোমবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার সহ জওয়ানদের পরিবারের লোকজনেরা।
এই রক্তদান শিবিরে মোট ১০০ জন আসাম রাইফেল জওয়ান স্বেচ্ছা রক্তদান করেন। রক্তদানে অংশ নেন বিভিন্ন কলেজের এনসিসির ক্যাডেটরা।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সকল নাগরিক বিভিন্ন সংস্থাকে আহ্বান জানান রক্তদান শিবির আয়োজন করার জন্য।
প্রায় একমাস ব্যাপী জের রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাতে সাফল্য এসেছে। তারপরও রক্তদান শিবির ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন।