স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। রাজ্যে বর্তমানে অতিরিক্ত তাপপ্রবাহের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল, ২০২৩ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তাছাড়া রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষকেও উক্ত সময়ের জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়।
এদিকে অভিভাবক মহল থেকেও দাবী উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার।আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টির সম্ভবনা নেই।