ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, কিয়েভ কখনো মস্কোকে ক্ষমা করবে না

অনলাইন ডেস্ক, ১ এপ্রিল।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ কখনো মস্কোকে ক্ষমা করবে না। বুচা শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার (৩১ মার্চ) তিনি এ কথা বলেন।

জেলেনস্কি জানান, রাশিয়ান বাহিনীর নির্মমতার শিকার বুচা শহরটি এখন যুদ্ধাপরাধের অভিযোগের সমার্থক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘বুচাকে ন্যায় বিচারের প্রতীকে পরিণত করতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে।

আমরা চাই রাশিয়ার প্রত্যেক খুনি, জল্লাদ ও সন্ত্রাসীকে তাদের প্রতিটি অপরাধের জন্য দায়ী করা হোক।’ তিনি আরো বলেন, ‘বুচায় যে নৃশংশতা ঘটেছে, রাশিয়ার সেনাবাহিনীই তা ঘটিয়েছে।’ ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়ার সেনারা।

প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বুচা শহরে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছেন। কোনো কোনো লাশের হাত-পা বাঁধা। পশ্চিমারা এই ঘটনাকে রুশ সেনাদের যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *