যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাস শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে

অনলাইন ডেস্ক, ১ এপ্রিল।। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরকানসাস শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে, এতে লন্ডভন্ড হয়ে গেছে রাজ্যের অনেক এলাকা। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যটিতে টর্নেডো আঘাত হানে।

আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন বলে জানায় বার্তা সংস্থা বিবিসি।শক্তিশালী টর্নেডোতে রাজ্যটির রাজধানী লিটল রকে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর মেয়র ফ্রাঙ্ক স্কট জুনিয়র এক টুইটে জানান, টর্নেডোয় তাঁর শহরে আহত হয়েছেন অন্তত ২৪ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে রাজধানী লিটল রক থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াইনি শহরে টর্নেডোয় দুজন মারা গেছেন বলে জানিয়েছেন গভর্নর সারাহ স্যান্ডার্স। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। গতকালের টর্নেডোর আঘাতে ইলিনয় অঙ্গরাজ্যে একটি থিয়েটার ভবনের ছাদ ধসে পড়ে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রাণঘাতী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আরও কয়েকটি শক্তিশালী টর্নেডো আঘাত হানতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *