শপথ নিলেন ত্রিপুরার নতুন বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী ও আট মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মার্চ।। শপথ নিলেন ত্রিপুরার নতুন বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী ও আট মন্ত্রী। রাজ্যপাল সত্যদেও নরিয়ান আর্য্য মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং আটজন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। অন্য আট মন্ত্রী হলেন, রতন লাল নাথ, প্রণজিত সিংহরায়, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, শুক্লা চরণ নোয়াতিয়া, টিংকু রায় এবং সুধাংশু দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বদা সভাপতি জে পি নাড্ডা সহ উত্তর পূর্বের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

এদিকে রাজনৈতিক সন্ত্রাসের কারণে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বামফ্রন্ট। দলের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরার নতুন মন্ত্রীসভা গঠনের জন্য ৮ই মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারের মুখ্যসচিব মহোদয় ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামপন্থী দল সমূহের সম্পাদকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এই আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যসচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

কিন্তু ভোটের ফল ঘোষণার দিন থেকে সারা ত্রিপুরার বুকে শাসক দলের দুর্বৃত্তদের মাধ্যমে যে পরিকল্পিত অভাবনীয় রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে তার প্রতিবাদে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে ত্রিপুরা বামফ্রন্ট এর পক্ষ থেকে এই শপথগ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করছি। নতুন সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

সাথে সাথে আবেদন জানাচ্ছি দ্রুত রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে নতুন সরকার কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন। দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে শান্তি স্থাপনে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করুন ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *