অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে উদযাপিত হল রঙের উৎসব হোলি। রঙ খেললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এছাড়াও মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোও রঙের উৎসবে সামিল হয়ে রং খেলেছেন।
রঙের উৎসবে সামিল হয়ে মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো বলেছেন, “এখানে আসাটা আমার জন্য অত্যন্ত গর্বের, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাতে চাই। এই প্রথমবার হোলিতে অংশ নিলাম এবং আমি যথেষ্ট আনন্দিত।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো এখানে এসেছেন। তিনি সেখানকার একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ। তিনি হোলি উদযাপন উপভোগ করতে চেয়েছিলেন, তাই আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছি।”
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আমেরিকা ও ভারত বন্ধু। আমাদের অনেক ভালো অংশীদারিত্ব এবং জোট রয়েছে যা আমরা তৈরি করছি। আমরা স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার জন্য একসঙ্গে কাজ করছি। আমরা আমাদের সম্পর্ককে দুই বন্ধু বিশ্বস্ত অংশীদার হিসাবে প্রসারিত করছি।