নতুন করে আবারো বিষাক্ত গ্যাস হামলা ইরানের পাঁচটি প্রদেশের ৩০টিরও বেশি স্কুলে

অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। নতুন করে আবারো বিষাক্ত গ্যাস হামলা হয়েছে ইরানের পাঁচটি প্রদেশের ৩০টিরও বেশি স্কুলে। এতে করে অসুস্থ হয়ে পড়ায় কয়েক ডজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনার সঠিক কারণ জানাতে পারেনি স্কুলের কর্তৃপক্ষ। তবে মেয়েদের স্কুল বন্ধ করতেই দুর্বৃত্তরা দেশজুড়ে বিষাক্ত গ্যাস হামলা চালাচ্ছে বলে ধারণা দেশটির সরকারের। গত তিন মাস ধরে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম শহরের শত শত স্কুলছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেক ছাত্রীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার ইরানের উত্তর- পশ্চিমাঞ্চলীয় শহর আরদাবিলের সাতটি ও রাজধানী তেহরানের অন্তত তিনটি বালিকা বিদ্যালয়কে বিষাক্ত গ্যাস হামলার লক্ষ্যবস্তু করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের সবার অবস্থা ভালো রয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমে এসেছেন অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলিতে দেখা যায় অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়েছেন এবং কিছু ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, তিনি গোয়েন্দামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষ প্রয়োগের ঘটনার দিকে নজরদারির নির্দেশ দিয়েছেন। ছাত্রীদের ওপর গ্যাস হামলার ঘটনাকে ‘জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র’ হিসাবে অভিহিত করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *