নতুন শহরগুলি একবিংশ শতাব্দীতে ভারতের নতুন পরিচয় তৈরি করবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। যে নতুন শহরগুলি দেশে গড়ে উঠছে তা একবিংশ শতাব্দীতে ভারতের নতুন পরিচয় তৈরি করবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে দ্রুত নগরায়নের পাশাপাশি ভবিষ্যতমূলল পরিকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ। বুধবার “নগর পরিকল্পনা, উন্নয়ন ও স্যানিটেশন” শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিনের ওয়েবিনারে বলেছেন, শহর পরিকল্পনা এবং এই সংক্রান্ত বিশেষজ্ঞদের উদ্ভাবনী ধারনা নিয়ে আসা উচিত, তা হতে পারে জিআইএস ভিত্তিক মাস্টার প্ল্যানিং, দক্ষ মানব সম্পদ বা সক্ষমতা বৃদ্ধি।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, এখন বর্জ্য প্রক্রিয়াজাত করে শহরগুলিকে আবর্জনার পাহাড় থেকে মুক্ত করার কাজ চলছে। নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল পরিবহন পরিকল্পনা। সবুজ গতিশীলতা, রাস্তা প্রশস্তকরণ, এমন কিছু বিষয় যা আমাদের পরিবহন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *