বাধা নয়, সরকারকে এখন উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করে মানুষ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। বাধা নয়, সরকারকে এখন উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করে মানুষ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ”প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সহজ জীবনযাত্রা নিশ্চিত করার সম্ভাবনা” শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে বলেছেন, “আমাদের প্রচেষ্টা দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জীবনকে আরও উন্নত করছে। মানুষ এখন সরকারকে বাধা নয়, উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করে। বাজেটে প্রযুক্তি ও মানবিক স্পর্শকে প্রাধান্য দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন ভারত প্রযুক্তির সঙ্গে নিজস্ব নাগরিকদের সংযোগ এবং ক্ষমতায়ন করছে। আমাদের সরকারের বাজেটে প্রযুক্তির সাহায্যে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সরকারের নীতিগত হস্তক্ষেপ এখন ফলাফল দেখাচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রযুক্তির ভিত্তি ছিল ”এক দেশ এক রেশন কার্ড” এবং এ কারণে অনেক দরিদ্র মানুষ রেশন পেতে শুরু করেছেন। অনেক বিভাগই পরিষেবার বৈশ্বিক মান পূরণ করতে প্রযুক্তি ব্যবহার করতে পারে।”

করোনাকালে প্রযুক্তি কীভাবে সহায়তা করেছে সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “কোভিড-১৯ মহামারীর সময় প্রযুক্তি-সক্ষম প্ল্যাটফর্ম কোউইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে ভারতের প্রতিটি নাগরিক স্পষ্টভাবে এই পরিবর্তন অনুভব করছেন যে এখন সরকারের সমাজে যোগাযোগ করা কতটা সহজ।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *