অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। কাশ্মীরি পন্ডিত সঞ্জয় শর্মার খুনিকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীর নাম-আকিব মুস্তাক ভাট। সে পুলওয়ামারই বাসিন্দা।
কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গি আগে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, সাম্প্রতিক সময়ে টিআরএফ-এর হয়ে কাজ করত সে। কাশ্মীরি পন্ডিত সঞ্জয় শর্মাকে খুনের নেপথ্যে আকিবের হাত ছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির টের পাওয়ার পর মঙ্গলবার ভোররাতে পুলওয়ামা জেলার অবন্তীপোরার পাদগামপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সেই অভিযানে নিকেশ হয়েছে আকিব নামে এই জঙ্গি। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গির নাম-আকিব মুস্তাক ভাট।
সে পুলওয়ামারই বাসিন্দা। নিহত জঙ্গি আগে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, সাম্প্রতিক সময়ে টিআরএফ-এর হয়ে কাজ করত সে। কাশ্মীরি পন্ডিত সঞ্জয় শর্মার খুনিকে নিকেশ করা হয়েছে।