অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর- পশ্চিমাঞ্চলীয় সিরিয়ায় খুলে দেওয়া হচ্ছে স্কুল। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিদ্রোহী অধ্যুষিত এলাকাটিতে খুলে দেওয়া হয় হারেম বয়েজ স্কুলটি। তবে এদিন স্কুলটিতে অর্ধেক শিক্ষার্থী নিয়েই কার্যক্রম চালিয়েছে প্রতিষ্ঠানটি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনে করছে, স্কুল খুলে দেওয়ায় শিশুরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অনেকদিন পর স্কুলে যেতে পারে শিশুরা তাদের আনন্দ ধরে রাখতে পারেনি।
হারেম বয়েজ স্কুলের ১০ বছর বয়সী ছাত্র ওয়ার্ড শ্রেইট। আল জাজিরাকে সে বলে, ‘আমি আবারও স্কুলে আসতে পেরে খুব খুশি। কেননা এখানে বন্ধুদের সঙ্গে আমার দেখা হবে।’ শিশুটি জানায় ভূমিকম্পে সে তার পরিবারের কোনো সদস্যকে হারায়নি। তবে তার এক সহপাঠী মারা গেছে।
ওয়ার্ড আরও বলে, ‘আমার খুবই খারাপ লাগছে সে (সহপাঠী) স্কুলে নেই এবং আর কখনো তার সঙ্গে দেখা হবে না। সে খুবই স্মার্ট ছিল। আমরা একসঙ্গে খেলাধুলা করতাম।’