অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। খাদ্য ঘাটতি এবং মানবিক সংকট বৃদ্ধির আশঙ্কায় দলের কর্মকর্তাদের সাথে জরুরী সভা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুধুমাত্র দেশের অর্থনীতি ও কৃষি খাতের উন্নতির বিষয়ে আলোচনার জন্যই এই সভা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ।
রোববার কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত পূর্ণাঙ্গ সভায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং কৃষি খাতের উন্নতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য ঘাটতি কমাতে সভার প্রথম দিনেই বেশকিছু প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
গত মাসে মার্কিন এক প্রতিবেদনে উঠে আসে উত্তর কোরিয়ায় চাহিদার তুলনায় খাদ্যের পরিমাণ অপ্রতুল। ১৯৯০ সালে দুর্ভিক্ষের পর খাদ্য নিরাপত্তাহীনতায় বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশটি।
পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাতে রয়েছে উত্তর কোরিয়া। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলিতে করোনা মহামারি প্রতিরোধের সীমান্ত বন্ধ রাখে দেশটি। এর ফলেই দেশটিতে খাদ্য সংকট ধারণা বিশেষজ্ঞদের।