সিরিজের আরও দুটি ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অসিরা

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। ভারতের বিপক্ষে টেস্টে নাকানি-চুবানি খাচ্ছে অস্ট্রেলিয়া। হেরেছে প্রথম দুই ম্যাচে। সিরিজের আরও দুটি ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অসিরা। সেই দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।

চলমান বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শেষে ওয়ানডে তিনটি খেলবে দুই দল। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২২ মার্চ।

ম্যাক্সওয়েল-মার্শ দুজনেই এই সিরিজে দলে ফিরছেন চোট কাটিয়ে। ম্যাক্সওয়েলের পা ও মার্শের চোট ছিল গোড়ালিতে। তারা দুজনেই পুরো বিগ ব্যাশ লিগ মিস করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা স্বাগত জানিয়েছে পেসার জাই রিচার্ডসনকেও। যিনি হ্যামস্ট্রিং চোটে পড়ে বিগ ব্যাশ ফাইনাল মিস করেছেন।

কনুইয়ের চোটে পড়ে বাঁহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার টেস্ট সিরিজের দুই ম্যাচ মিস করলেও আছেন ওয়ানডে স্কোয়াডে। দলটির নেতৃত্বে থাকছেন যথারীতি প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *