অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) উচ্চগতির বাতাস এবং ভারী তুষারসহ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমে আঘাত হেনেছে তুষারঝড়।
তারই জেরে বুধবার প্রায় দেড় হাজারেরও বেশি বিমান ফ্লাইট বাতিল হয়েছে আমেরিকায়। এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে প্রায় পাঁচ হাজার ফ্লাইট। ডয়ছে ভেলে জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা মিনেপলিস, ডেনভার এবং ডেট্রয়েট বিমানবন্দরের। এই বিমানবন্দরগুলোতে পরিষেবা কার্যত থমকে গেছে।
ফ্লাইট ধরতে আসা মানুষগুলো বিমানবন্দরেই আটকে পড়েছেন। সব মিলিয়ে অ্যামেরিকার ১২টি বিমানবন্দরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। কবে এই পরিস্থিতি শেষ হবে, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।