বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে যুক্তরাষ্ট্রের আরকানসাসে বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। যুক্তরাষ্ট্রের আরকানসাসে বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ওহিওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

এতে পাইলটসহ বিমানে থাকা সবাই নিহত হয়।দুর্ঘটনায় নিহতরা সবাই বিজ্ঞানভিত্তিক পরামর্শদাতা সিটিইএইচের কর্মী। তারা ওহাইওর একটি ধাতু কারখানায় বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে যাচ্ছিলেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *