পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অন্তত ছয় হাজার ট্রাকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে খাদ্যশস্য

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। অর্থনৈতিক সংকটের কারণে তীব্র খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অন্তত ছয় হাজার ট্রাকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে খাদ্যশস্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য।

সীমান্ত পেরিয়ে সেসব খাদ্যপণ্য পাকিস্তানে আসতে দিচ্ছে না আফগানিস্তানের তালিবান সরকার। রবিবার পাকিস্তান এবং আফগানিস্তানের তোরখাম সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় তালিবান সরকার।

অথচ তোরখাম সীমান্ত দিয়েই ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যাবতীয় পণ্য সরবরাহ করা হয়। যদিও সীমান্ত বন্ধে ক্ষতির মুখে দুই দেশই। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় তালিবান।

তোরখাম সীমান্তে পাকিস্তানি এক কর্মকর্তার দাবি পেশোয়ারের মসজিদে হামলার পর থেকেই পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। বৈধ কাগজ ছাড়া আফগানিস্তানিদের ঢুকতে দিচ্ছেনা পাকিস্থান।

আর তা নিয়েই সমস্যার জেরে সীমান্ত বন্ধ করেছে তালিবান। যদিও উভয় পক্ষের প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানান সেই কর্মকর্তা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *