অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি কয়লা খনিতে ধসে অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। বুধবার সকালের দিকে এই খনি দুর্ঘটনা ঘটে।
তবে ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে, ইনার মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলীয় আলক্সা লীগ এলাকায় এই খনি দুর্ঘটনা ঘটেছে।এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ৫০ জনেরও বেশি মানুষ খনির নিচে আটকা পড়েছেন।
উদ্ধারকারীরা তিনজনকে বের করে আনে, তবে তাদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন।দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক দশকগুলোতে চীনে খনি নিরাপত্তার উন্নতি হয়েছে কিন্তু এখনও প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনি ধসে প্রায় ২০ শ্রমিক নিহত হয়েছিল।