পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। লিওনেল মেসির ক্যারিয়ারে একমাত্র অতৃপ্তি ছিল বিশ্বকাপ। মাস দুয়েক আগে পরম আরাধ্য সেই ট্রফি জিতেছেন। এর মধ্য দিয়ে ফুটবলজীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে তার। আর্জেন্টিনার অধিনায়ক এবার আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। মাত্র একটি গোল করলেই সেই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন।

২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে লিগ ওয়ানে মার্সেইর মোকাবিলা করবে পিএসজি। সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুণ এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন।

গত বছর ৯ অক্টোবর এভার্টনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। সেটি ছিল তার ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ। মেসি ৭০০তম গোল করতে পারেন ৮৪০তম ম্যাচে। তা পারলে ১০৩টি ম্যাচ কম খেলে রোনালদোর নজির স্পর্শ করবেন মেসি।

ক্লাব ফুটবলে মোট গোলের ক্ষেত্রেও মেসির চেয়ে খুব বেশি এগিয়ে নেই রোনালদো। পর্তুগিজ তারকা এখনও পর্যন্ত করেছেন ৭০৬টি গোল। এই হিসাবে মেসির গোলসংখ্যা সাতটি কম। অর্থাৎ বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলারের গোলসংখ্যায় এগিয়ে যাওয়ার লড়াইও বেশ জমে উঠছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *