শিগগির মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কা জান’

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। এক জীবনে বহু নায়িকার সঙ্গে প্রেম করেছেন। কিন্তু ঘর করা হয়নি। হ্যাঁ, বলিউড মেগাস্টার সালমান খানের কথাই হচ্ছে। দেখতে দেখতে রূপালী পর্দায় পার করে ফেলেছেন তিন দশকের বেশি সময়। শিগগির মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কা জান’।

আর ঠিক এই সময়েই জানা গেল, বাবা হতে চেয়েছিলেন সালমান খান। শিশুদের বরাবরই ভালোবাসেন সালমান। সময় কাটাতে ভালোবাসেন পরিবারের সঙ্গে। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন সে কথা। তিনি বলেন, ‘আমি বাচ্চা ভালোবাসি। কিন্তু বাচ্চার সঙ্গে মাও তো আসবে। আমি মাকে চাই না। শুধু বাচ্চা চাই’।

জীবনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও একা সালমান। এই একা থাকাটা উপভোগ করেন তিনি। প্রেমিক হিসেবে সালমান কি খুব পজেসিভ? তার উত্তর, ‘আপনি যখন কোনো সম্পর্কে থাকবেন চেষ্টা করবেন সে যাতে আপনাকে ছেড়ে না যায়। সবসময় ভালো সাজার চেষ্টা করবেন।

কখনও চেঁচাবেন আবার কখনও কাঁদবেন’। তাহলে সালমানের স্বপ্নের নারী কেমন? চুলবুল পাণ্ডের জবাব, ‘আমার স্বপ্নের নারীকে সুন্দরী হতে হবে আবার বুদ্ধিমতীও। আসলে আমার কাছে বিবাহিতা নারীরা মৃতের সমার্থক’।অপরদিকে বয়সের সঙ্গে সঙ্গে আরও একটা চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে সালমানকে। ৭১ বছর বয়সেও প্রধান চরিত্রে অভিনয় করতে চান তিনি। থাকতে চান নায়ক।

সমস্যা হলো ওই বয়সে ২৪ বছরের তরুণীর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে ভুগবেন অস্বস্তিতে। তবে তিন প্রজন্মের এই সুপারস্টার রূপালী পর্দায় আজও হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করে চলেছেন অবলীলায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *