ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। রাশিয়াকে প্রাণঘাতী কোনো অস্ত্র বা উপকরণ দিয়ে সহায়তা না করার জন্য চীনকে বারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাশাপাশি আকাশসীমা লঙ্ঘন করে চীনা গুপ্তচর বেলুন ওড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল শনিবার জার্মানির মিউনিখে বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে চীনের কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশনের পরিচালক ওয়াং ই’র সঙ্গে আলাদা করে বৈঠক করেন ব্লিঙ্কেন।

এর কয়েক ঘণ্টা আগে ওয়াং চীনের বেলুন ভূপাতিত করায় ওয়াশিংটনকে ‘বিকারগ্রস্ত’ বলে অভিহিত করেন। সম্প্রতি ওয়াশিংটন দাবি করে, চীনের গুপ্তচর বেলুন দেখা গেছে মার্কিন আকাশসীমায়। এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বেলুনটি ভূপাতিত করা হয়। সে সময় থেকেই উভয় দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া মন্তব্যে ব্লিঙ্কেন বলেন, চীন রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই উদ্বেগজনক। তিনি ওয়াংকে বলেছেন যে এ ধরনের উদ্যোগ দুই দেশের সম্পর্কে গুরুতর প্রভাব ফেলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *