পাবলিক সার্ভিস কমিশন এর প্রশ্নপত্র ফাঁসের সিবিআই তদন্ত সহ একাধিক দাবিতে উত্তাল অরুণাচল

অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (এপিপিএসসি)-এর প্রশ্নপত্র ফাঁসের সিবিআই তদন্ত এবং এপিপিএসসি-তে নতুন চেয়ারম্যান নিয়োগ সহ ১৩ দফা দাবির ভিত্তিতে প্যান অরুণাচল যুগ্ম পরিচালন সমিতি (পিএজেএসএস)-র আহ্বানে গতকাল শুক্ৰবার ১২ ঘণ্টার রাজধানী ইটানগর বনধ-এর পর আজ শনিবার দ্বিতীয় দিনও হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আহ্বানে আজ আন্দোলনকারীদের দশজন নেতা তাঁর সঙ্গে দেখা করেছেন।

তবে দুই পক্ষের সাক্ষাৎকারে কী নির্যাস বেরিয়ে এসেছে, তা এখনও জানা যায়নি। ১৩ দফা দাবির ভিত্তিতে আজ সকালে সহস্ৰাধিক বনধ-সমৰ্থক ইটানগরের রাজপথে মিছিল বের করেন। রাজধানীতে চলমান হিংসাত্মক পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে রাজ্য সরকার ইটানগরে ১৯ ফেব্ৰুয়ারি পর্যন্ত মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

গতকাল আহূত বনধ চলাকালীন আন্দোলনকারীরা সচিবালয় এবং রাজভবনে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। তখন আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি, মারপিট হয়। তাতে বেশ কয়কেজন আন্দোলনকারী আহত হয়েছিলেন। ক্ষণিকের মধ্যে পরিস্থিতি আরও বিগড়ে যায়। এর প্ৰভাব ফের আজ সকালেও রাজধানী ইটানগরে পড়ে।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমস্ত আন্দোলনকারী যুবক এবং সাধারণ জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়ে আন্দোলনকারী, শিক্ষার্থী এবং নাগরিকদের তাঁদের ১৩ দফা দাবি নিয়ে আলোচনার জন্য আজ সকাল ১১টায় সিভিল সেক্রেটারিয়েটে তাঁর কার্যালয়ে যেতে অনুরোধ জানিয়েছিলেন।

চিঠিতে মুখ্যমন্ত্ৰীর সচিবালয় থেকে লেখা হয়েছে, ‘আপনারা জানেন, প্রথম দিন থেকেই রাজ্য সরকার এপিপিএসসি-তে দুর্ভাগ্যজনক পেপার লিকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে। দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য রাজ্য সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং সক্রিয়ভাবে বিষয়টি মোকাবেলা করেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের গৃহীত প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সময় সময় স্টেকহোল্ডারদের অবগত করে আলোচনা করা হয়েছে।’

সচিবালয়ের চিঠিতে শেষাংশে লেখা হয়েছে, ‘তবে আজ সংঘটিত ঘটনার (শুক্রবার সংঘটিত হিংসা) পরিপ্ৰেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজ্য সিভিল সেক্রেটারিয়েটের ছয় তলায় তাঁর কার্যালয়ে রাজ্যের বৃহত্তর স্বার্থে আলোচনার মাধ্যমে সমাধানসূত্ৰ বের করতে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন।’ ওই চিঠি পেয়ে আজ সকাল ১১টায় আন্দোলনকারী ১০ নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে আলোচনায় কোনও সমাধান সূত্র বের হয়েছে কি না, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *