কিমের মেয়ের নামের সঙ্গে যাদের নামের মিল রয়েছে তাদের নাম পাল্টে ফেলার নির্দেশ

অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দ্বিতীয় সন্তান জু-আয়ে। সম্প্রতি তার মেয়ের নামের সঙ্গে যাদের নামের মিল রয়েছে তাদের নাম পাল্টে ফেলার নির্দেশ দিয়েছেন এই শাসক। একইসঙ্গে নতুন করে কিমের মেয়ের নামে আর কারো নাম না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, কিমের দ্বিতীয় সন্তান জু-আয়ের বয়স ৯-১০ বছর। সম্প্রতি বাবার সঙ্গে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে দেখা গেছে তাকে।

সেই সময় থেকেই জল্পনা শুরু হয় উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক এবং দেশের আদর্শ হিসেবে নিজের মেয়েকে স্থাপন করতে চাইছেন কিম।সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, দেশটির উত্তর প্রান্তে একজন কর্মকর্তা যেসব নারীর নাম জু-আয়ে তাদের নাম পরিবর্তনের জন্য নিরাপত্তা মন্ত্রণালয়ে ডেকে পাঠান। পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে।

তাতে বলা হয়, জু-আয়ে নামে যে যে নারীর নাম নিবন্ধিত, তাদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত, এর আগেও নেতাদের উত্তরসূরিদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল। কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের শাসনামল থেকেই এই ‘প্রথা’ চালু আছে।

সেই সময় থেকেই জোরপূর্বক পরিবর্তন করানো হত নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম। বর্তমানে কিমের স্ত্রী সল-জুর নামে কেউ নাম রাখতে পারে না দেশটিতে। এবার সেই তালিকায় জুড়ে গেল মেয়ে জু-আয়ের নাম। ধারণা করা হয়, জু-আয়ে ছাড়াও দুটি সন্তান রয়েছে কিমের।

কানাঘুষো রয়েছে জু-আয়ে তার সবচেয়ে পছন্দের সন্তান। কিমের বয়স বর্তমানে মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ২০। ফলে বোঝা যাচ্ছে, খুব অল্প বয়সেই নিজের উত্তরসূরিকে প্রস্তুত করা শুরু করে দিয়েছেন কিম।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *