তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি।

এ নিয়ে প্রায় ২০ বছর পর ইরানের কোনো প্রেসিডেন্ট চীনের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে বেইজিং সফরে গেলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী। এরপর চীনের কংগ্রেসে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের অর্থনীতি, জ্বালানি, পররাষ্ট্র, বাণিজ্য, পরিবহন ও নগর উন্নয়ন এবং কৃষিমন্ত্রী। প্রেসিডেন্ট রাইসি তেহরান ত্যাগ করার আগে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এক দেশের একক আধিপত্য রুখে দেওয়ার ক্ষেত্রে তেহরান ও বেইজিং অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) একটি শীর্ষস্থানীয় চীনা সংবাদমাধ্যম রাইসির সফরের একটি সূচি প্রকাশ করে। সেখানে দেখা যায় রাইসি শির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন, এরপর প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে।

এবার চীন সফরের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর সঙ্গে বৈঠক করেন রাইসি। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। আয়াতুল্লাহ খামেনী প্রেসিডেন্টের কর্মসূচির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফরের সাফল্য কামনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *