অবিশ্বাস্য হলেও সত্যি, লাপাত্তা করে দেওয়া হয়েছে দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন

অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। অবিশ্বাস্য এক চুরির ঘটনা ঘটেছে ভারতের বিহারে। লাপাত্তা করে দেওয়া হয়েছে দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন। আর ঘটনাটি প্রকাশ্যে এসেছে জানুয়ারির শেষ সপ্তাহে। রাজ্যের সমস্তিপুরের লোহাত সুগার মিল থেকে পান্ডাউল রেলস্টেশন পর্যন্ত পাতা ছিল এই লাইন।

ধারণা করা হচ্ছে, চোরের দল সেই রেললাইন তুলে স্ক্র্যাপ ডিলারের কাছে বিক্রি করে দিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লোহাত সুগার মিল গত কয়েকবছর ধরে বন্ধ। সে কারণে ওই রুটে রেল চলাচল ছিল না। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে চোরের দল।

কর্মকর্তাদের ভাষ্য, রেল পুলিশের একাংশের সহযোগিতায় এই চুরির ঘটনা ঘটেছে। এর জের ধরে বরখাস্ত করা হয়েছে রেল পুলিশের দুই সদস্যকে। সমস্তিপুর জেলা রেলওয়ে ম্যানেজার ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্টদের মতে, বিহারে রেললাইন চুরির বিষয়টি নতুন কিছু নয়। তবে এভাবে দুই কিলোমিটার রেললাইন চুরির ঘটনা আগে জানা যায়নি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে রেলরক্ষী বাহিনী (আরপিএফ)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *