স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারী।। ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরার জনগণ ‘জঙ্গল-রাজ’ থেকে মুক্তি পেতে চায় বলে দাবি করে, বাম-কংগ্রেস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার মনোনয়ন জমা দেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্র থেকে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়, পুরুষোত্তম রায় বর্মন যিনি একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী, বলেছেন, ত্রিপুরার জনগণ এবার দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা সব ধরনের ভয় ও হুমকি উপেক্ষা করে ভোট দেবেন। তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে জনগণের কাছ থেকে এত বিপুল সাড়া পাব ভাবিনি।
নির্দল প্রার্থী আরও বলেন, এমনকি বিজেপির একাংশ কর্মীরাও তাকে সমর্থন করছেন। জনগণের কাছে তিনি যে বিষয়গুলি নিয়ে যেতে চান সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শ্রী রায় বর্মন বলেন, মানুষ শান্তি চায় এবং তাই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার কল্যাণে কাজ করা।
পুরুষাত্তম রায় বর্মণ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করার সময় সিপিআই-এম এবং কংগ্রেসের নেতা এবং সমর্থকদের পাশাপাশি রাজ্যের বিপুল সংখ্যক উকিল উপস্থিত ছিলেন। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন।