ষাটটি আসনে একলা লড়াই করার কথা বলে বাইশটিতে প্রার্থী ঘোষণা দিয়েই কপোকাত তৃণমূল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারী।। নির্বাচন কমিশনের দেওয়া নির্ঘণ্ট অনুযায়ী ৩০ জানুয়ারি ত্রিপুরায় (Tripura Election 2023) মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ। শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম, কংগ্রেসের তরফে প্রার্থীরা নেমে পড়েছেন।

রবিবার সন্ধ্যায় বাইশটি আসনে প্রার্থী ঘোষণা দিয়েই কপোকাত তৃণমূল। তারা দাবি করেছে এ রাজ্যে পশ্চিমবঙ্গের মত সুশাসন কায়েম করা হবে। তৃ়ণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ এখনও নীরব। অথচ সোমবার মনোনয়ন জমা করতেই হবে।

ষাটটি আসনে একলা লড়াই করার কথা বলেছে পশ্চিমবঙ্গের তিনবারের শাসক দল। খোদ দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আগামী ৬ ফেব্রুয়ারি। এর মাঝে মেঘালয়ের বিধানসভার ভোটে তৃণমূল তড়িঘড়ি প্রার্থী দিলেও ত্রিপুরায় কোনও নড়নচড়ন নেই।

অথচ, মমতার নির্দেশে তৃ়ণমূল ত্রিপুরাকে পাখির চোখে দেখছে। ত্রিপুরায় সরকার ও বিরোধী দুপক্ষের প্রার্থী নিয়ে জটিলতা আছে। তবে তারা জোট ঘোঁটের মধ্যেও প্রার্থী দিয়েছে। উপজাতি দলগুলিও প্রার্থী দিয়েছে। গত পুরভোটের সময় যত ততপরতা ছিল তৃণমূলের বিধানসভা ভোটে তার উল্টোটাই দেখা যাচ্ছে।

জানা যাচ্ছে প্রার্থী বাছাই করতে গিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতারা। রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস, সাংগঠনিক দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বারবার আলোচনা করছেন কলকাতায় দলীয় নেতাদের সাথে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *