আজ ঘোষণা হবে বিজেপির প্রার্থী তালিকা, ত্রিপুরায় ফিরে নেতৃত্বরা জানালেন রয়েছে বড় চমক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারি।। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) শুক্রবার দিল্লিতে বৈঠক করেছেন এবং ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত করেন। আজ শনিবার সকাল ১১টা নাগাদ দিল্লি থেকে প্রার্থীর তালিকা ঘোষণা দেবেন দলের সভাপতি জে পি নাড্ডা।

শুক্রবার রাতেই দিল্লি থেকে রাজ্যে ফিরে আসেন প্রদেশ নেতৃত্বরা। দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে, বিজেপি সদর দফতরে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তালিকা চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোর গ্রুপের বৈঠকে প্রতিটি প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিইসি বৈঠকে আলোচনার জন্য প্রস্তুত প্রার্থীদের তালিকা করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, সিনিয়র নেতা যিষ্ণু দেববর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা, বিজেপির উত্তর-পূর্বের আহ্বায়ক সম্বিত পাত্র, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন কোর গ্রুপের পাশাপাশি সিইসি বৈঠক।

নাড্ডা, পিএম মোদী এবং সংগঠনের সাধারণ সম্পাদক ছাড়াও সিইসি বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, সর্বানন্দ সোনোয়াল, ভূপেন্দ্র যাদব, বি এস ইয়েদিউরপ্পা, বনথি শ্রীনিবাসন, সত্যনারায়ণ জাতীয় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *