স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৬ জানুয়ারী।। কৃষকদের আয় বৃদ্ধি করতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রাজ্যের সার্বিক বিকাশে সরকার শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি কৃষির বিকাশেও সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আজ মোহনপুর ব্লক কমপ্লেক্সে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের যদি আত্মনির্ভর করা না যায় তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে না। কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য রাজ্যে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে।
এতে কৃষকরা লাভবান হচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, পুরপরিষদের কর্পোরেটর মতিলাল দাস।
স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা। কৃষক জ্ঞানার্জন কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৮ লক্ষ টাকা। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তুলাবাগান চৌমুহনিতে উপস্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন করেন।