মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই বিকাশের পথ সুুগম হবে, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৪ জানুয়ারি৷৷ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকার আন্তরিক প্রচেষ্টা নিয়েছে৷ মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই বিকাশের পথ সুুগম হবে৷ এজন্য সরকার স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করছে৷

আজ জিরানীয়া নগর পঞ্চায়েতের উদ্যোগে অগিবীণা হলে স্বসহায়ক দলকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷

তিনি বলেন, সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তি যাতে স্বাবলম্বী হতে পারে তারজন্য কাজ করছে৷ আজ এই অনুষ্ঠানে জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় ৬৬টি স্বসহায়ক দলকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়৷ যাতে করে এই স্বসহায়ক দল স্বনির্ভর হওয়ার পথে অগ্রসর হয়৷

আজ এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, ভাইস চেয়ারম্যান রীতা দাস, জিরানীয়া প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের উপ কার্যনির্বাহী আধিকারিক কুমারদ্বীপ সরকার, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷

এদিন জিরানীয়া বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি ওয়েন জিম ও মুক্তম’ উদ্বোধন হয়৷ এতে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, ভাইস চেয়ারম্যান রীতা দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সাহা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *