অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারী।। ১৫ দফা ভোটের পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। শনিবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার (৬ জানুয়ারি) রাতে মার্কিন ক্যাপিটলে হাউসে এ ভোট হয়।
প্রতিনিধি পরিষদের স্পিকার হতে একজন প্রার্থীর ২১৮ ভোট দরকার। কিন্তু কেভিন ম্যাকার্থিসহ কোনো প্রার্থী এই পরিমাণ ভোট পাচ্ছিলেন না।অবশেষে ১৫তম বারের ভোটাভুটিতে ২১৯ ভোট পেয়ে কেভিন ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারপরও গত চার দিনে ১৪ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি। এতে করে সরকারে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত ১৫০ বছরে দেশটিতে এমন পরিস্থিতি আর কখনও দেখা দেয়নি।
গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। কিন্তু দলের মধ্যে স্পিকার নির্বাচন নিয়ে ঐকমত্য না থাকায় চেম্বারে কোনও বিল পাস করা সম্ভব হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।