শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি বালিকা আবাসিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৮ ডিসেম্বর৷৷ জনজাতি অংশের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে সুুন্দর ও সুুরক্ষিত ভবিষ্যত গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে চলছে৷ এজন্য রাজ্যের প্রতিটি মহকুমায় জনজাতি ছেলেমেয়েদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে৷

আজ সাব্রুম মহকুমার শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জনজাতি বালিকা আবাসিক ভবন এবং ৭টি অতিরিক্ত ক্লাসরুমের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ উল্লেখ্য, বিএডিপি স্কিমে ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে হোস্টেল নির্মাণ এবং অতিরিক্ত ক্লাসরুম নির্মাণে ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য পঠন পাঠন কাঠামোকে আধুনিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এছাড়াও এদিন তিনি হরিনা উচ্চবালিকা বিদ্যালয়ে বিএডিপি স্কিমে নির্মিত ৩টি অতিরিক্ত ক্লাসরুমের এবং সমগ্র শিক্ষা অভিযানে নির্মিত একটি গ্রন্থাগারের উদ্বোধন করেন৷

ক্লাসরুম নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা এবং গ্রন্থাগার নির্মাণে ব্যয় হয়েছে ২০ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, সাতচাঁদ প’ায়েত সমিতির চেয়ারম্যান অনিল চন্দ্র মজমদার, মহকুমা শাসক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য আধিকারিকগণ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *