মুখ্যমন্ত্রীর সাথে সাংগ্রাই ডান্স একাডেমির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২৮ ডিসেম্বর৷৷ বন দপ্তরের উদ্যোগে আজ থেকে পানিসাগরে দু’দিনব্যাপী রৌয়া প্রাইমেটস ফেস্টিভেল শুরু হয়েছে৷ পানিসাগর পঞ্চায়েত সমিতি কার্যালয় প্রাঙ্গণে বিবেকানন্দ মুক্তমঞ্চে’ আয়োজিত উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও সমবায়মন্ত্রী প্রেমকুমার রিয়াং৷

উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের উৎসবের মাধ্যমে রাজ্যের বনজ সম্পদ ও বন্যপ্রাণীর প্রতি মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে৷ এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে জাতি জনজাতি সকল অংশের মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে৷ তিনি বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষা করার জন্য সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানান৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, প্রকৃতির সাথে মানুষের একটি সুুসম্পর্ক রয়েছে৷ প্রকৃতিতে বন্যপ্রাণী ও গাছপালা না থাকলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে৷ এজন্য বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷

এদের সংরক্ষণে তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুুপার ড. কিরণ কুমার কে, বন দপ্তরের অতিরিক্ত পিসিসিএফ আর কে সামৎ প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা বন আধিকারিক এইচ ভিগনেশ৷

উৎসব প্রাঙ্গণে বিভিন্ন দপ্তর ও স্বসহায়ক দলের প্রদর্শনী স্টল খোলা হয়েছে৷ এছাড়া উৎসবকে কেন্দ্র করে সচেতনতা র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *